ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে যা শিখতে হবে

Web-Development-career-roadmap Projuktir Avijatri ওয়েব ডেভেলাপমেন্ট ক্যারিয়ার যেভাবে শুরু করতে হবে প্রযুক্তির অভিযাত্রি Front End Back End Developer ক্যারিয়ার Career
Let’s learn Web Development from scratch ওয়েব ডেভেলাপমেন্ট ক্যারিয়ার যেভাবে শুরু করতে হবে

নতুন সব টেকনোজির পাশাপাশি প্রতিদিন অসংখ্য ওয়েবসাইট ইন্টারনেটে যুক্ত হচ্ছে, যার ফলে ওয়েব ডেভেলপারদের চাহিদা ক্রমশ বাড়ছে।

ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে যেসব বিষয় শেখার প্রয়োজন রয়েছে তা এই প্রকাশনা মূল আলোচ্য বিষয়। তার আগে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন এই প্রকাশনাটি থেকে – “ওয়েব ডেভেলপমেন্ট: একেক ভিতর সব”।

যারা এই পোষ্ট টি পড়ছেন, ধরেই নিলাম তারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন, তাই বিস্তারিত বর্ণনা ছাড়াই মূল প্রসঙ্গে চলে আসলাম।

ওয়েব ডেভেলাপার মানেই যে, সে ওয়েব সাইট তৈরী করে এমনটা নয়। এখানে ওয়েব-সাইট তৈরীর পাশাপাশি ওয়েব এপ্লিকেশন/সফটওয়্যার নিয়ে কাজ করা হয়। ক্যারিয়ার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট জগতটি অনেকটা সমুদ্রের মতো। এখানে রয়েছে হাজারো রকম কাজ আর রয়েছে লক্ষাধিক সম্ভাবনা।

নতুনরা অনেক সময় দ্বিধা দ্বন্দে পড়ে যায়, কোনটা শিখবো, সামনের দিকে কিভাবে এগোবো!

ওয়েব ডেভেলপার হতে চাই, কি কি শিখতে হবে ? কোথা থেকে শুরু করবো !

এই সকল প্রশ্নের সমাধান হিসেবে এই ব্লগটি এমন ভাবে তৈরী করেছি যাতে বেসিক কি কি শিখতে হবে সেটি খুব সহজেই জানা যায়।

সাধারণত, ওয়েব ডেভেলপমেন্ট শেখার পথ চলা শুরু হয় Front-End ও Back-End ডেভেলপমেন্ট দিয়ে। যে ডেভেলপার এই ২ বিষয়েই সমান পারদর্শী হয় তাকে বলা হয়, Full Stack Developer!


Front-End Learning Area

Front-End-developer-roadmap ফ্রন্ট-এন্ড ডেভেলপার রোডম্যাপ
Front-End Developer Roadmap

এই স্কিল গুলোর পাশাপাশি ২ টি বিষয়ে দক্ষতা প্রয়োজন যেগুলো ইনফোগ্রাফিকে যুক্ত করিনি

Back-End Learning Path

Projuktir Avijatri backend-developer-roadmap web development developer ওয়েবে ক্যারিয়ার গড়তে যা শিখতে হবে ব্যাক-এন্ড ডেভেলপার রোডম্যাপ
Backend Developer Roadmap

নতুনদের জন্য সাজেশন হলো আগে Front-End স্কিল গুলো ভালো ভাবে আয়ত্ব করে, তারপর Back-End শেখা শুরু করা।

এই ব্লগে শুধুমাত্র যা শিখতে হবে সেগুলো বলা হয়েছে, কোথা থেকে শিখতে হবে সেটি নিয়ে পরবর্তীতে সময় করে লিখবো।


Stop starting, Start finishing
২ comments
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You May Also Like
জাভা বনাম কটলিন : কোনটি সেরা?
আরও পড়ুন

জাভা বনাম কটলিন : কোনটি সেরা?

বর্তমান সময়ে আমরা যেসব স্মার্টফোন ব্যবহার করি তার অধিকাংশই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। কিন্তু আমরা যদি মোবাইল…
Web Design VS Web Development ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট
আরও পড়ুন

ওয়েব ডেভেলপমেন্ট: একের ভিতর সব

আমার মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করেছিলাম। আমি তখন ডিজাইন আর ডেভেলপমেন্টের…
python vs golang পাইথন বনাম গোল্যাং
আরও পড়ুন

গোল্যাং VS পাইথন: ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোনটি সেরা?

তথ্য ও প্রযুক্তির বর্তমান সময়ে ওয়েব ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। আর ওয়েব সাইটগুলো যে ল্যাঙ্গুয়েজ…
প্রোগ্রামিং- সহজ নাকি কঠিন?
আরও পড়ুন

প্রোগ্রামিং- সহজ নাকি কঠিন?

প্রোগ্রামিং শুরু করার আগে একটি প্রচলিত লাইন যা প্রায় সকল বিগিনারদের শুনতে হয়- “প্রোগ্রামিং খুব সহজ এবং এটি…
Projuktir Avijatri Rust Programming language
আরও পড়ুন

Rust নতুন প্রজন্মের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

Rust এর জন্ম ২০০৯ সালে মজিলার একটি রিসার্চ প্রজেক্ট হিসেবে। ২০০৯ এ তারা চিন্তা করছিল কিভাবে একটি উন্নত…
পিএইচপি'র আদ্যপান্ত
আরও পড়ুন

পিএইচপি কি? কেন কিছু মানুষের কাছে এটি পছন্দনীয় নয়?

ওয়েবের ৭৮.৯% ওয়েবসাইটই পিএইচপি তে রান হওয়া স্বত্বেও এটি ভবিষ্যতের ইকোসিস্টেমের সাথে যাচ্ছেনা। বিশেষ করে বর্তমানে সবাই জ্যাম স্ট্যাক (JAMStack) কে খুবই আপন করে নিয়েছে।