ঘুরে আসি হ্যাকিং এর জগতে

hacking vs hacker Projuktir Avijatri Projuktir Avijatri types of hacking what is hacking definition হ্যাকিং শিখতে হলে শিখতে চাই হ্যাকিং কি কাকে বলে হ্যাকিং শিখুন প্রতিরোধের উপায় সাইবার ক্রাইম কি কিভাবে হ্যাকার হব প্রযুক্তির অভিযাত্রি
হ্যাকিং

হ্যাকিং শুনলেই মনের মধ্যে এক ধরণের উদ্দীপনা সৃষ্টি হয়। সেখান থেকেই মূলত এই লেখাটির অনুপ্রেরণা; তাই আজকে খুব অল্প পরিসরে স্বল্প লেখা আপনাদের জন্য।

হ্যাকিং কি?

হ্যাকিং হচ্ছে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে দুর্বলতা সনাক্ত করে তার দুর্বলতা ব্যবহার করে অ্যাক্সেস লাভ করা।

যদি সহজ ভাষায় বলি, মনে করুন বাসায় বসে আপনি টেলিভিশন দেখছেন আর রিমোট হচ্ছে আরেকজনের হাতে যাকে আপনি চিনেন না, কোথায় বা কে তাও জানেন না। সে ইচ্ছে করলেই চ্যানেল পরিবর্তন করতে পারছে,সাথে সাথে টেলিভিশন এর নিয়ন্ত্রন ও তার হাতে চলে গেছে। এখানে টেলিভিশন হচ্ছে একটা ওয়েবসাইট আর ঐ লোকটি হচ্ছে হ্যাকার।

আরেকটু যদি বলি-

হ্যাকার হল দক্ষ কম্পিউটার বিশেষজ্ঞ যে কোনও সমস্যা সমাধানের জন্য তার প্রযুক্তিগত জ্ঞানকে ব্যবহার করে।

হ্যাকার শব্দটি শুনলেই আমাদের ভেতরে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরী হয়। হ্যাকার মানেই খারাপ, তারা মানুষের ক্ষতি করে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বের করে কোটি টাকা নষ্ট করার চেষ্টা করে থাকে।

কিন্তু উন্নত বিশ্বে হ্যাকিং মানে হচ্ছে একটি শিল্প। অল্প সময়ের মধ্যে কোন সমস্যার সমাধান করে দেখানোকে বলা হয় হ্যাকিং।

হ্যাকিং কেন করে ও কারা করে ?

হ্যাকিং হচ্ছে এক ধরণের সাইবার অপরাধ আর এই অপরাধগুলি ঠেকাতে প্রতিবছর কোটি কোটি ডলার খরচ করে প্রতিষ্ঠানগুলো। এজন্য তাদের প্রয়োজন হয় দক্ষ হ্যাকার। মানুষের রোগ প্রতিহত করতে বা ভাইরাস বিনষ্ট করতে যেমন আরেকটি ভাইরাসের প্রয়োজন হয় এন্টিবায়োটিক তৈরি করতে। ঠিক তেমনি একজন অসাধু হ্যাকার এর হাত থেকে রক্ষা পেতে দরকার হয় আরেকজন দক্ষ ইথিক্যাল হ্যাকার

হ্যাকিং শুধু খারাপ উদ্দেশ্যে করা হয় নাকি ভালো কাজেও ব্যবহার করা হয়?

এর উত্তরে আমি শুধু বলবো, যেখানে উ: কোরিয়া,রাশিয়া,আমেরিকার মত আইটি তে শক্তিশালী দেশ হ্যাকিং প্রতিরোধ করতে কোটি কোটি টাকা খরচ করে হ্যাকার নিয়োগ দিচ্ছে,সেখানে বাংলাদেশ অনুন্নত প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক এর মত গুরুত্বপূর্ণ জায়গায়। ফলাফল ৯৫১ মিলিয়ন ডলার চুরি। বাংলাদেশি টাকায় যা একটি পদ্মা সেতু তৈরি করতে যথেষ্ঠ।

হ্যাকারদের তাদের কাজের ধরন অনুযায়ী যেসব শ্রেনীতে ভাগ করা যায়-

hacker types হ্যাকারদের ধরণ
হ্যাকারদের ধরণ

সাইবার ক্রাইম কি?

সাইবার অপরাধ হলো, সে অপরাধ যা ইন্টারনেট ব্যবহার করে ঘটানো হয়। উন্নত বিশ্বে সাইবার অপরাধকে অপরাধের তালিকায় শীর্ষে স্থান দেয়া হয়েছে। তৈরী করা হয়েছে নতুন আইন, ব্যবস্থা করা হয়েছে শাস্তির।

সাইবার ক্রাইম বিভিন্ন রকমের হয়ে থাকে-

প্রথমেই অবস্থান করছে হ্যাকিং, তারপরে রয়েছে ভাইরাস আক্রমণ, ম্যালওয়্যার ছড়ানো।

ব্যক্তিগত কাউকে হয়রানি করা, মিথ্যাচার-অপপ্রচার চালানো, অন্য ব্যাক্তির নাম ব্যবহার করে হুমকি দেওয়া।

ক্র্যাকিং এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যেমন, ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে অনলাইন ব্যাংক থেকে অর্থ-আত্মসাৎ সহ নানাবিধ অপরাধের সমষ্টিই হচ্ছে সাইবার ক্রাইম।


পরবর্তী পোষ্টে ইথিক্যাল হ্যাকিং বিষয়ে তথ্যবহুল লেখা নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণে সাইটের বাকি লেখা গুলো পড়ে ফেলুন।

৩ comments
    1. ম্যালওয়্যার বলতে আমরা ক্ষতিকারক প্রোগ্রামকেই বুঝিয়ে থাকি। তবে ম্যালওয়্যার কাউকে ক্ষতি করার উদ্দেশ্য তৈরী হয়না। মূলত নিজের স্বার্থ লাভের জন্যই ম্যালওয়্যার তৈরী করা হয়ে থাকে।

      উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটার গুলো ম্যালওয়্যার দ্বারা খুব সহজেই আক্রান্ত হতে দেখা যায়। আপনার পিসির তেমন ক্ষতি না করলেও আপনার মূল্যবান তথ্য হাতিয়ে নিতে পারে। ম্যালওয়্যার বিভিন্ন উদ্দেশ্য তৈরী হয়ে থাকে, এ জন্যই একেক ম্যালওয়্যার একেক রকম কাজ করে থাকে।
      ধরুন, আপনি কোনো পাইরেটেড সফটওয়্যার বিনামূল্য ইন্টারনেট থেকে ডাউনলোড করে পিসিতে ইন্সটল করলেন আর এর মাধ্যমে আপনার অজান্তেই ম্যালওয়্যার কে পিসির একসেস দিয়ে দিলেন।

      ম্যালওয়্যারের আক্রমণ থেকে বাচঁতে নিয়মিত এন্টি-ম্যালওয়্যার আপ-টু-ডেট রাখুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You May Also Like
ম্যালওয়্যার সম্পর্কে যা জানা প্রয়োজন
আরও পড়ুন

ম্যালওয়্যার সম্পর্কে যা জানা জরুরী

ম্যালওয়্যার! বর্তমান সময়ে আসলেই একটি ভয়ের বিষয় হয়ে দাড়িয়েছে। বড় টেক কোম্পানী থেকে ছোট পার্সোনাল কম্পিউটার হতে স্মার্টফোন…
best secure messaging apps private messenger
আরও পড়ুন

প্রাইভেট মেসেজিং : নিরাপদ হোক অনলাইনে কথাবার্তা

আপনি প্রতিদিন হাজার হাজার মেসেজ বিভিন্ন জনের কাছে পাঠাচ্ছেন, আপনাকেও অনেকে মেসেজ পাঠাচ্ছে। কিন্তু আপনার কি ধারণা আছে…
প্রযুক্তির অভিযাত্রী ডার্ক ওয়েব পরিচিতি ডিপ ওয়েব কি ডার্ক ওয়েবে প্রবেশ সার্চ ইঞ্জিন কেন খুজে পায়না কেন ডার্কনেট ঝুকিপুর্ন Dark Web/Deep Web কি এবং কেন কিভাবে ডার্ক ওয়েবে প্রবেশ করবেন deep web stories documentary Projuktir AvijatriProjuktir Avijatri darkweb deepweb
আরও পড়ুন

ডার্ক ওয়েব – ইন্টারনেটের এক বিচিত্র জগত

ইন্টারনেট দুনিয়ায় Google’র মত সার্চ ইঞ্জিনের বাইরে যে বিস্তার জগত আছে আমরা বেশীর ভাগই সেই বিষয়টি সম্পর্কে অবগত না।…